এভাবেই চাই


অধর ধরি মুচকি হেসে
বলল এসে প্রিয়
প্রিয়া তুমি জনম জনম
থাকতে পাশে দিও ।


এ জনমে নাইবা পেলাম
পরজনমে পায়
জনম জনম আমি তোমার
থাকবো প্রতীক্ষায় ।


আর জনমেও মানুষ হবো
আসবো ভারত ভূমি
কৃষ্ণ নামের বৈষ্ণব হয়ে
তুই হবি বৈষ্ণবী ।


আপন কবি জয়দেব হবো
সদায় কৃষ্ণ মতি
অমর প্রেমের কবিতা তুই
হবি পদ্মাবতী ।


কৃষ্ণ নামের ভাব সাগরে
মজবে মোদের হিয়া
কৃষ্ণ প্রেমিক গৌরাঙ্গ মুই
তুই যে বিষ্ণুপ্রিয়া ।


কিংবা আবার রজক ঘরে
জনম যদি পাস
তুই যে আমার রামী হবি
আমি চন্ডীদাস ।


হয়তো পথের বাউল হবো
হবি আমার বাউলি
কিংবা তোরই পাগল হবো
তুই যে আমার পাগলি ।


এমন করেই ইচ্ছে গুলো
বুকের মাঝে ধরে
পরজন্মে তোকেই তো চাই
নিজের আপন করে ।