নিরাসক্ততার বিষ ঢেলে দিই,
আঘাত করে মাথায়,
মরবেনা সে কোনদিন,
আজও সে ভ্রান্তবিলাসে ভ্রান্ততার পাতায় ।


সময়ে আলক্ষে তখন,
উপহারে পাঠিয়েছিল কেক সবারে,
ধৈর্যের বাঁধ ভেঙে সেদিন,
আজও সে প্রাগৈতিহাসিক ।


স্মৃতি মনের অন্তকোনে,
সর্বোচ্চাসনে শোষণে আশা,
প্রাগৈতিহাসিকতাই বিলুপ্ত কথা,
সময়ের কলমেরা ও অনেক কিছু বলতে চাই ।


প্রেমতত্ত্বে, বিফল টেট-এ,
হয়তো বন্ধ হল তালা তিনটা ।
ব্যবহার কমেছে মুখের হয়তো,
কিন্তু স্মৃতিরা জীবন্ত থাকবে চিরদিন ।


বিলুপ্ত কথার বিলুপ্ততায়,
নিরাসক্ত মনে লেখা থাকবে চিরদিন ।