১২ am আকাশে কৃত্রিম চাঁদ উঠছে ৫ সেকেন্ডে,
হা হা কার পেটের জ্বালা নিয়েছে ছুটি,
উদ্দম সেই আনন্দে চোখ্জল আকাশে আলোক রশ্মি,
মনে পড়ে রবির ""ওরা কাজ করে",
সময়ের তলে আবার একবিংশ ভেসে যাবে ।
তবুও আমরা একি থাকি।


চেনা রাস্তায় ধর্ষিত ভাবনা,
আলোর পরে অন্ধকার আনে,
সকালের ব্রেকিং নিউজ,
ঝাড়ুর দাতে ।
সবটি টেস্ট করা হল,
রিপোর্টে এল কোটি কোটি টাকার বিল ।
ঠান্ডায়,কষ্টে ক্ষুধার্থের পেট ভরে আলোর খেলায় চোখজল ফেলে ।


সকালের চায়ে টিভির পর্দায়,
ডিবেট,শব্দ বাজির তৈরি কোথায়,
উন্নত চায়ের রূপকার বলে ফেরে ।
ই-বাজারে বিকোচ্ছে ফ্রেশ বাতাস ,
আজ কুয়াশার ছুটিই ধোয়াটে আকাশ ।