শ্রান্ত মেঘেরা যখন ফিরছিল আধাঁর দুয়ারে
তারারা লুকোচুরির প্রস্তুতিতে যখন আঁটছে আকাশ
আনমনে ভালোবাসার চিলটা বসেছিল আমার উঠোনের বাঁকে
একাকী তুমি হেসেছিলে
আমার অবিচল ভাবনায়।


শিতেলু হওয়ায় আনমনা আমি
"বলব কি বলব না" এই ভাবেই কাটল কিছুক্ষণ
সাধের দুয়ারে দিয়েছি কপাট
কার সাধ্য প্রেম খোঁজার?


ভালোবাসার চাকাগুলো বড়ই মন্থর
তেইশ টি বছর পর
অগোচরে অছিলায় তার স্বরলিপি সাজে
বিচিত্র এই গহন প্রেমের রাস্তায়।।