হে আমার কণ্ঠিত ধ্বণিত্ব বাহক,
আমি চাহিনি আহা,হারাতে তোমায় ,যাহা বিধেছিলো অন্তে,
শ্বাসহীন মৌন ব্যাথায় এই প্রান্তে,পারিনি রাখিতে হস্তে,ছুরিয়াছি  তাহি রাস্তে।
ক্ষত বিক্ষত তুমি ,চ্ছিন্ন ভিন্ন দেহখানি,
ধুলি কনাগুলি ছুয়েছে তব হায়।
তুমি ভূমিতে রহিলে পরি,আমি তুলিনাই তোমায় তুলিনাই।
কি অভিমানিনী শত কালের গ্লানি ব্যাথিত মন।
কি বিষ জ্বালায় তোমারে করিলো দংশন।
বুঝিনাই আমি বুঝিনাই,
অপরাধী আমি খুজিনাই তাহা খুজিনাই।
কি অভিমান করিলে একি।
পারিলাম কই ফিরাতে তোমায় ,চেয়ে চেয়ে শুধু থাকি।
সেই আলোক আভাস প্রানের টানে,আর দিলেনাকো উকি,
আমি মনে মনে আজি তোমাকেই ডাকি।