আমার এখন হৃদয় মধ্য ভাগে,
ভীষমো আশ্রিত দীর্ঘ জমানো,
             দীর্ঘ শ্বাস।
অজস্র হীনতার ঘ্নানি রাশ রাশ।
সেই বিগ্র,রক্ত রাঙ্গিত চক্ষু,
উচ্চ কন্ঠ স্বর।
নয়নের জল টুকু নয়নের কনায়
না কোন প্রতিবাদ।শান্ত ভীষন না কোন রাগ।
শুধু ব্যাথিত মনে ব্যাথারি_যে দাগ।
জমাট উচ্ছাস রাত্রি যে মাঝ,
কাঁদায় নিরবে কন্ঠ হারিয়ে বাগ।
সে ব্যাথা আমার হৃদয় মধ্য ভাগ।