এমন যদি হয়
           এ দেখা আমার শেষ দেখা
আর দেখা নয়।
জমানো কথা,যা না বলাই রয়ে যায়,
                  গভীর রাতের আকাশ পানে চেয়ো
তা বুঝবে নিশ্চয়।
এমন যদি হয়
             রেখে যাওয়া এই চিহ্ন হঠাৎ,
              আমার কথা কয়।
তবে জেগে থেকো রাত,
             বুঝিবে প্রভাত,হলে "সূর্যদয়"
আমি তো আর ফিরিবার নয়।
তখন কেঁদনা যেন নয়নো কনায়,
             এনোনা ফোটা জল
চাহিলেও হায় পারিবনা ফিরিতে,
                 ভীষমো শান্ত শীতল,
দেহখানি পরে রবে এ ভূমি তল।