মাছিদের সমাবেশ,গুনগুনিয়ে বলে
             আসিয়াছে শীতের আমেষ,
বাতাসে ভাসিতেছে খেজুর রসের গন্ধ জড়ানো স্বাধ,
         গুর মুরিতে গুনগুনিয়ে গান শুনাবো,
ভনভনিয়ে ঘুরে বেড়াব,
              মানব মাঝে করিব অপরাধ।
যেজন হাতে মুখে রস মাখিবে
             তারেই ধরবো আগে,
ভনভনাব হাতে পড়বো মুখে পড়বো
             য্খন যাবে রেগে!
বলবো মোরা ওরে তোরা হাতটা ধুয়ে আয়
              নয়তো জ্বালাবো আসবো পালাবো
নেই কোন উপায়।
রং ছড়াবো,ডং করিবো
               লালটি গুরের মাঝে,
থাকবে য্খন হাড়ি খুলে
              সবাই ব্যাস্ত কাজে।
রস পিঠাতে পরবো পরে
                করবো বিচরণ,
চুসবো চুসে যাব মিশে
                 জ্বালাব সারাক্ষন।


তার পরেতে পিঁপড়াই কহে,
আমরা কি ভাই সাধু,
           রসের হাঁড়ি আনতে হাটে,
যাবেন যখন দাদু।
আসবে যখন মাঝ রাতেতে
            রাখবে খাটের তলে,
আমরা ও ভাই ডুকবো তাতে
               সবাই দলে দলে।
হাসবো খাব রাত কাটাব
      দিনের বেলায় নাই
            লুকাবো পালাবো শীতের আমেষ
               এভাবেই কাটাব ভাই।
কিছু প্রানের মৃত্যু হবে,হয়তো মোদের মাঝে,
তবু ও মোরা ব্যাস্ত থাকব এই সমস্থ কাজে।