আজকাল অনলাইন থেকে পালিয়ে বেড়াই..
কি সে কারণ..?
কিছু লিখতে গেলেই মস্তিষ্কে হয় রক্তক্ষরণ
হাজার মানুষ দেখছি হেথায় হাজার ধরন
হিমশিম খাই বন্ধু ভেবে করতে বরণ
হৃদয়ে জাগা সুখ কবিতার রোজ হচ্ছে মরন।


এখানে সব সম্পর্কগুলো ছায়ার মতন
নেট কানেকশন দূর্বল হলেই বন্ধ কথন
রাতদুপুরে উষ্ণ শ্বাসে কি আবেদন..!


বেরসিক আমি, রঙচটা যে আমার এ মন
ভাল্লাগে না বিরক্তিকর কথার যতন।
এখানে বদলে যায় সেই মানুষটিও যে খুউব প্রিয়জন
যে দেয় স্বপ্ন বেঁচে থাকার ঢের আয়োজন।


এসব নিয়ে ডিপ্রেশনে ভুগছি এখন
সহস্র প্রশ্নবোধক চিহ্ন বাড়ায় দহন
জবাব খুঁজে উত্তর কিছু পাইনা যখন।


তাই এসব ছেড়ে মোড় নিয়েছি জীবন বাঁকে
পেছনে সাগর সমুখে পাহাড় আছি বিপাকে,
সাঁতার জানিনা সাগর দেখে ভীত আমি
তার'চে ভালো নতুন পথ পেতে পাহাড় ভাঙি....!!!!