বিজয়ের এই দিনে, মন পড়ে সেই সব কথা..
যারা হারায়েছে স্বামী - সন্তান,
বুকে লুকায়েছে ব্যথা।।
ভুলি কি করে তাদের....
"সেলিনা" কে যারা সাদা শাড়ি দিয়ে
টিপ দিয়েছে রক্তের ।।
মুক্তি সেনারা বাঁধন মানেনি ভালোবাসার.
পারেনি ধরে রাখতে তাদের -
মায়ের মমতা পিছু ফেরার ।।
জীবনের মূল্যে বাংলা মাতা কে দিয়েছে যারা..
স্বাধীনতার অমূল্য তাজ,
সেই স্বাধীনতার কতটুকু মূল্য
আমরা দিচ্ছি আজ.....?
আজ বোন পারেনা বাইরে বেরুতে
আব্রু নষ্ট হয়--
ভাই কি তবে রবে অশিক্ষিত..?
প্রাণ হারাবার ভয়..?
যে সব গুলিতে মরেছে হায়েনা-
আজ সে আঘাতে ক্ষয় শত সোনা,
অকাল মৃত্যু সন্তান শোকে-
কত মা অন্ধ হায়...!
কত বোন আজ হায়েনা ছোবলে-
স্বপ্ন বিকিয়ে যায় ।।
আজ হাহাকার মন আহাজারি ডাকে
ফিরে এসো সব সেনা..
দেখো এসে দেখো, নুন খেয়ে সব--
হয়েছে কতটা নোনা..
উল্লাস যারা করিতেছে আজ বিজয়ের,
ভুলে গেছে সব,  সেদিন কি কাজ-
দিয়ে গেছো তোমরা তাদের ।।
সেসব ভেবে পারিনা মেশাতে
বিজয় উল্লাসে নিজেকে....!
তবুও নত চোখে- মুখে --
নিরব হয়ে চেয়ে দেখি,উল্লাস দিকে- দিকে।।