বৃষ্টিঃ
আমার নাজুক মনে সহস্র ভাবনার দোল দিয়ে যায়,
বুকের গহীন ছোট্ট কোণে নাম না জানা এক পুলক জাগায়।
বৃষ্টি ধোয়া হীম সমীরণ আমাকে তার স্পর্শ যে দেয়,
অনুভবের সব যাতনা প্রেমাবেশে সব শুষে নেয়।
বৃষ্টিঃ যেন চটুল কিশোর সুতো কাটা রঙিন ঘুড়ির নাচন
গায়ের বধুর পিত্রালয় স্মৃতি ভেবে উদাস চোখে উচাটন মন।
বৃষ্টিঃ সে তো কবি মনের শুষ্ক জমিন উর্বর আবার,
সহস্র শব্দের চারা গজায় জন্ম হয় নব গল্প - কবিতার।
বৃষ্টিঃ সে যে দুষ্টু প্রেমিক হাত ইশারায় আমায় ডাকে কাছে
আমিও ভীষণ হই বেসামাল জানালায় দাঁড়াই বৃষ্টির ছাঁচে,
নিবিড় ভাষায় গান সে শোনায় মুগ্ধ মুখর টাপুর-টুপুর
মৃদু শিঞ্জন তোলে অনুরণ আমার পায়ের রুপোর নূপুর।
রোগে- শোকে, তাপে দগ্ধ ধরা বৃষ্টির বুকে পায় শান্তি খুঁজে
আমি সুপ্রিয়া বৃষ্টি প্রিয়তমের আস্বাদন নেই চক্ষু বুঁজে ।।