আমি দুঃখ বিলাসী
আমি দুঃখের'ই প্রেয়সী
আমি দুঃখেই বড় খুশি
আমি দুঃখ'ই ভালোবাসি ।
আমি রাতের চন্দ্র -শশী
আমি আঁধারেতে'ই রই মিশি
আমি অভিমানী বড় বেশি
আমি বিরহ - বিষেও হাসি ।
আমি হাজার দোষে দোষী
আমি সাধারণ,  নই বিদুষী
আমি অভিশাপ  বারো মাস'ই
আমি কলঙ্কিনী, সর্বনাশী ।
আমি চিরো অকল্যাণ, তবুও হৃদ মাঝে
সবা তরে কল্যাণ আঁকি
আমি বড় বেমানান তব মাহফিলে
তাই নিজেরে আড়ালে  ঢাকি ।