জানি, একদিন তুমিও দিব্যি তাদের দলেই চলে যাবে,
যারা দৃঢ় স্বরে বলেঃ "আমি ওদের মত নই..
তাদের এই দৃঢ় বলা শব্দটি তাঁতির বোনা কাপড়ে সদ্য দেয়া রঙেই মতই কাঁচা,
যাতে বৃষ্টির ক'ফোটা জলের ছাঁচ্ লাগতেই রঙ গলতে শুরু করে।
চৈত্রের প্রচন্ড খর-দাহে অনাকাঙ্ক্ষিত ভাবে,
আশাহত কৃষকের চৌচির হয়ে ফেটে যাওয়া জমির বুকে
এক পশলা বৃষ্টির মত আমার মরু জীবনে তোমার পদার্পণ,
মনে পড়ে, তোমার দৃষ্টি কোণে উপচে পড়া মুগ্ধতা ছিলো আমায় জুড়ে..!
আমি যাতণার ছোরা তে কেটে কেটে গড়া
বিরহ অনলে জ্বলে জ্বলে পোড়া...!
স্বাভাবিকভাবেই অভাবী মানুষ গুলো দয়া, অনুকম্পা,
আর লেখকদের কবিতা উপন্যাসের পাতাতেই স্থান পায়
কারো ভালোবাসায় নয়..!