কনকনে শীত মাঘের শেষে
সূর্য সে ঘুমায় অলস বেশে
প্রহর জুড়ে কুয়াশার চাদর
লেপ দিয়ে যায় উষ্ণ আদর
জমাট বাঁধা হীম গলুক ধিরে
ফাগুন আসুক আমায় ঘিরে।


খুব ভোরে কোকিল কুহুতানে
ঘুম ভেঙে যাক বকুলের ঘ্রাণে
কেটে যাক ছিলো যত জড়তা
বসন্ত আনুক নব সুখ বারতা
সবুজ স্বপ্ন নামুক আঁখি নীড়ে
ফাগুন আসুক আমায় ঘিরে


পলাশ, শিমুল মহুয়ার গালে
আগুন লাগুক কৃষ্ণচূড়া ডালে
শান্ত নদী চলুক ধীর গতিবেগ
মাঝির কন্ঠে ভাটিয়ালি আবেগ
মাতাল সমীরে পাতা যাক ঝরে
ফাগুন আসুক আমায় ঘিরে ।


বাসন্তী রঙে সাজুক ভূবণ
হোক উতলা ঝিম ধরা মন
প্রশান্তি ধরায় আসুক নেমে
হৃদয় জেগে উঠুক প্রেমে
একলা এ মন হারাক ভীড়ে
ফাগুন আসুক আমায় ঘিরে।।