বেশিকিছু তো চাইনি তোমার কাছে,  
একটি ঘন কুয়াশা মাখা সকাল চেয়েছি হাসি
যে সকালে শিশির সিক্ত ঘাসের সবুজ গালিচায়
খোলা পায়ে দুজন হাঁটবো পাশাপাশি,
হিম হয়ে যাওয়া আমার হাতটি যখন,
তোমার হাতের মুঠোয় পাবে ঠাঁই
উষ্ণ আবেশে সচল হবে ধমনী,
মনে হবে ভবে দুঃখ বলে কিছু নাই।
খুব কঠিন কিছু চাইনি তো তোমার কাছে,
চেয়েছি কেবল ঝুম বৃষ্টির একটি দুপুর
আষাঢ়ের জলে লুটোপুটি হয়ে দুজন
মনের সুখে ভিজবো ঝাপুড়-ঝুপুর,।
পথের জলে পা ডুবিয়ে হেঁটে,
একগুচ্ছ ভেজা কদম ফুল তুলে,
হাসিমাখা মুখে আমার চোখে চেয়ে
ফুলগুলো সব আঁচলে দিতে ঢেলে।
এমন দূর্লভ কিছু চাইনি তো তোমার কাছে,
চেয়েছি কেবল একটি জোছনা রাত
বেখেয়ালে হারিয়ে যেতাম দুজন
খুউব আবেগে হাতে রেখে দুটি হাত।
তোমার কবিতা, আমার গানে মাতাল হতো ধরা,
প্রেমময় জোছনা ছড়াতো চাঁদ
সবকিছু যেনো হতো স্বর্গে গড়া।
ব্যাস্, এটুকুই শুধু তোমার কাছে
চিরোকালের আমার চাওয়া,
জীবন বেলায় সায়াহ্ন এলো
হলোনা আজও তা পাওয়া।
এভাবেই জানি শূন্য জীবনের সূর্য যাবে ডুবি,
শূন্যতা আমার ললাটের লিখন
তোমায় কি দোষ দেবো কবি।