তোমাকে ভালোবেসে মহীয়সী হবো
জুলিয়েট, মমতাজ কিংবা আনারকলির মত-
কালজয়ী ইতিহাস হবো সময়ের পাতায়,
পৃথিবীর তাবৎ যুগল প্রেম
আমার চরণে হবে লুণ্ঠিত
আমি হবো বনলতা....!
জীবনানন্দের কবিতার পংক্তি মালায়,
প্রেমিক পাঠক সব পুজো দেবে
রুপসীরা হবে আরও সুন্দরী
নতুন শব্দ আর ছন্দের সুর মূর্ছনায়।
ভালোবাসার অহমিকায় সদা সমুন্নত রবে
আমার মসৃণ গ্রীবাদেশ...!
বলো-- এমনটা কি চেয়েছি কখনও..?
তোমাকে ভালোবেসে কাছে পাবো
দিগন্ত সীমায় নীল-সবুজ মিলে একাকার,
রাতের জোৎস্না আর দিনের সূর্যালো
তোমার তপ্ত  ঘর্মাক্ত দেহে খুন হবে,
মাতাল সমীর হবে দেউলিয়া, ভিখারি সেজে
সে তোমাতে ভর করে বৈশাখী ঝড় হয়ে
তোমার শরীরের গন্ধ ছড়িয়ে আমায় করবে উন্মত্ত।
তখন আমি আকন্ঠ নিমজ্জিত হবো,
সুখ সাগরের গহীনে, নব সৃষ্টির উন্মাদনায়..!
তুমিই বলো এমনটাও কি চেয়েছি কখনও..?
তবুও তোমাকে ভালোবাসি বলি যতবার
বিশুদ্ধ সমীর বুকে করে তোলপাড়,
সহস্র রক্ত কণিকা হৃদয় হতে বয়ে চলে
ধমনীর পথে, অনুভব অনুভূতি সমস্বরে
বলে যায় আমায়--
তোমাকে চাই, যেমন তেমন ভাবেই চাই
তোমাকে সুুখি করে ধন্য হবো--
ঢের কিছু চাইনা তো আর,
প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে
ভালোবাসি ভালোবাসি, বলি বার বার ।