স্নিগ্ধ ক্ষণে মুগ্ধ মনে ভাবের আবেশে
হয়েছি মগন
বসে নিরালায় বেলা বয়ে যায়, যমুনা পাড়ে
কাটাই লগন।
কত কথা এই মনেতে জাগে অবলোকনে
যমুনার রুপ
কখনও শান্ত শীতল কাজল বারিধারা বয়
কখনও বা সে উত্তাল বিরুপ।
কখনও বা বুকে ছোট্ট তরী মাঝিরে দোলায়
ঢেউয়ের তালে
কখনও রাগিনী দুর্ধর্ষ সাপিনী গ্রাস করে সব
গহীন অতলে।
কখনও ওপাড়ে বালি চিকচিক কাশফুল যেন
স্বর্গ মহল
কখনও এ পাড় ভেঙে ভেঙে সারা কেড়ে নেয়
ভিটে-মাটি সম্বল।
আমিও তটিনী সাদৃশ্য কুসুম কোমল তনয়া
বিরহিনী রাধা
যমুনাতে আমাতে চিরকাল প্রণয় অদৃশ্য এক
সুতোয় বাঁধা।
আমারও হৃদয়ে চলে খেয়ালে ভাঙাগড়ার
অমোঘ খেলা
কখনও অগ্নি আখি দূর্গা কখনও নিথর
নিরব অবলা,
সৃষ্টির সেরা সখি দুটি মোরা আমাদ্বয়ে
রয়েছে রহস্য ভারি,
এক সে হলো বয়ে চলা নদী, আর এক হলো
অনন্য নারী।