নিরুপমাঃ (ছলছল চোখে) সত্যিই চলে যাচ্ছো?
আবিরঃ হ্যাঁ নিরু, চলেই যাচ্ছি...
নিরুঃ (আকুল মিনতিতে) না গেলেই নয়..?
আবিরঃ বাস্তব যে বড়ই কঠিন হয়....!
নিরুঃ (আহত কন্ঠে) থাকবো কি করে তুমি ছাড়া?
আবিরঃ ফোনে তো কথা হবেই --
কেন হচ্ছো দিশেহারা...?
নিরুঃ কথা নয় শুধু - কথা দাও জান মোরে
তোমার মনের কথা কাগজে লিখে
চিঠি দিবে আমারে...?
আবিরঃ হাতটি ধরিয়া কাছেতে টানিয়া
কহিলোঃ পাগলি শোনো.. চিঠি দেবো মাসে দুইটা করিয়া চিন্তা কোরোনা কোনো...!
প্রথম প্রথম কথা হতো নিয়মিত.....!
ক্রমশ ধীরে কাটলো প্রেমের সুতো....!
দিন- মাস- কাল- বছর গেলো একটি চিঠির আশে
আজও নিরুপমার দিন কাটে গুনে
দাঁড়িয়ে পথের পাশে....!!