বুকের ভেতর বাড়তে থাকা তৃষ্ণাগুলো জমিয়ে রেখেছি। হয়তো ভুল বল্লাম।
বুকের ভেতর যে তৃষ্ণা জাগে তা হয়তো জলের তৃষ্ণা, জল পানেই তা নিবারণ হয়।
কিন্তু আমার যে তিয়াস তা হৃদয়ে, তা পদ্মা, মেঘনার তামাম জলেও মিটবার নয়।
এ পিয়াসা তাঁকে এক নজর দেখবার,তার পাশাপাশি বসবার, তার হাতে হাতটি রাখবার,
তার চোখে চোখ রেখে মুখে না-বলা যত আকুতি চোখের পাতার ক্যানভাসে ভেসে ওঠা লেখাগুলো পড়বার, বুঝবার।
এক জীবনে তোমার কাছে চাইবার কিছু
নেই, শুধু একটি সন্ধ্যা আমাকে দিও...!
একটি বর্ষণমুখর সন্ধ্যা!
বাহিরে ঝুম বৃষ্টি....!
পাশাপাশি তুমি আমি......!
ধোঁয়া ওঠা দু'কাপ লাল চা...!
সাথে তোমার লেখা কবিতার বই...!
পাশের বাগান হতে বৃষ্টি ভেজা
রজনীগন্ধার মাতাল করা ঘ্রাণ,
মনের গিটারে রবীন্দ্র সংগীতের মৃদু টুংটাং,
তোমার মুগ্ধ কন্ঠে কবিতা আওরানোর ভেজা আওয়াজ, গায়ে আছড়ে পড়া বৃষ্টি ধোয়া হিম বাতাস,তথাপিও অনুভবে পাওয়া তোমার উষ্ণ নিশ্বাস..
আমার হৃদয়েরর পিয়াস মেটানোর প্রধান নির্যাশ ।।