তব আঁখি হতে ঝরিলো যে,ব্যথার বারিধার..
ভুলিবো সেই ক্ষন, সে সাধ্য কি আমার....
যে জল ঝরিলো আজি,
তার কি'বা মূল্য দেবে মাটি?
নিতাম প্রাণের দামে কিনে জল যদি হতাম সাথি,
যদি করিতে হৃদয়েশ্বরী
জাগিতাম পাশে বিভাবরী
দুখ যত তব আমার করে,ছোট ছোট সুখ -
কুড়ায়ে আনিতাম আঁচল ভরে
ব্যথার বরফে জমে যাওয়া তোমারে
জড়ায়ে নিতাম উষ্ণ প্রেম চাদরে..।
কহিলে তুমিঃ ওগো সুহাসিনী,
আমার আঙিনা তপ্ত মরুভূমি
আমি কি করে বাঁচাবো তোমার কোমলতা বলো?
এসোনা প্রিয়া এ পথে আর
আজি হতে চির রুদ্ধ দুয়ার,
এ জনমে নয় আর জনমে দুজন হব দুজনার।
কাঁদে নন্দিনী, মিথ্যে আশ্বাস...
অন্ধ কখনোই আলোকর দেখা পায়না
ব্যথাতুর বুকে কাঁপে যেন নিঃশ্বাস
স্বপ্ন দেখিতে মিছে আর প্রাণে সয়না।
ফুল কি তবে নয় সে প্রজাতির ?
রঙ কি তবে নয় কভু গোধুলির ?
চাঁদ কি তবে নয়কো সে রাত্রির ?
জানি সব-সব'ই ঠিকঠাক আছে
আলোক আঁধার যোথায় যেমন রয়
শুধু এ মনের ছোট্ট ক্ষতটি ক্রমেই কেন বড় হয়?