কতটা আবেগতাড়িত হয়ে ছুটে গিয়েছিলাম
অথবা কতটা কষ্ট ঢাকতে হয়েছিলাম উন্মাদিনী,
জানিনা, শুধু এটুকু জানা হলোঃ------
যে কষ্টের পরিসমাপ্তি চেয়েছিলাম,
তা তরঙ্গায়িত হয়ে আরও বহু- বহুগুণ
বৃদ্ধি প্রাপ্ত হয়েছে, যা নিঃশেষ হতে পারতো
তোমার মুখের চিরচেনা একটি শব্দে।
তুমি-ই তাকে ছড়িয়ে দিলে হৃদয় মন্দিরে।
শঠতা আর হটকারিতায় ভরা এ জগতে
অন্ধের বিশ্বাস প্রতিনিয়ত হয়েছে খুন
যন্ত্রণার যাতাকলে নিষ্পেষিত অন্তরাত্মার
নিদারুণ আহাজারিতে ভারি হয়েছে বাতাস,
ভাবনার আতিশয্যে অস্ফুট ভাষারা হয়েছে
বাকরুদ্ধ ! হাসফাস করা ফুসফুস ছায়া বৃক্ষের  
চেয়েছে বিশুদ্ধ একমুঠো অক্সিজেন,
বেঁচে থাকাটা যেন মৃত্যুর ই নামান্তর!
প্রকৃতির নিয়মে খরা যায় বর্ষা আসে
পৌষের রুক্ষতা শেষে ফাগুন হাসে।
তোমার আগমনী বার্তা আমার চাতকিনী
মনে ঝরে পড়া এক পশলা ঝুম বৃষ্টি ঝরায়
তাই তো খরস্রোতা তটিনী হয়ে ছুটে গিয়েছি,
তোমার সাগর গহীন মোহনায় মিশে যেতে,
এ নদী পথ ভুল করে বারবার মরুতে হারায়!
প্রিয়জন হবার যোগ্যতা হারিয়েছি সেই কবেই..
ভেবেছিলাম প্রয়োজন হবো আমি তোমার,
অনাড়ম্বর জীবনের গোধূলি রাঙা সায়াহ্ন কালে
কিন্তু পৃথিবীতে আমি কেবলি নিছক বস্তু
অনায়াসে তুমিই তা প্রমাণ করে দিলে ।