সবুজ শ্যামল পথের পাশে,
দুলকে পড়া ধানের বীজে,
চারা গজায়, আলো- পানি মিশে।।
মাঠের প'রে আকাশ ছায়ায়,
বাতাস যেমন দোল খেয়ে যায়,
পেঁজা তুলোর মেঘ আকাশে ভাসে।।
সবুজ চারা মাথা নুয়ে,
যায় চু'মে সব পথিক পায়ে,
পথিক কেবল ঠোঁট বাঁকিয়ে হাসে ।।
পূর্ণ গোলা, দুখ হলো দূর,
কনের মাথায় রাঙা সিঁদুর,
বেহারা সব দুলকি চালে নাচে ।।
পথের পাশে সবুজ চারা,
একলা কাঁদে সঙ্গী হারা,
কৃষক তাহার নেয়না খবর এসে ।।
রাত-দিন যায় পালাক্রমে,
পথিক কেবল প্রহর গোনে,
সবুজ চারায় সোনালী স্বপ্ন বোনে ।।
এমনি করে অনেক সময় যায়,
আলোকে - আঁধার ছন্দ না হারায়,
চারা সকল পূর্নতা পায় গাছে ।।
একদিন এক কুয়াশা ভোরে এসে,
দেখলো কৃষক তাহার পথের পাশে,
সবুজ চারায় সোনালী ধান হাসে ।।
অবহেলায় স্বপ্ন সকল,
হয়েছিলো ধুলোর দখল,
তারাই এখন নতুন আলোয় ভাসে ।।