চিন্তা'রা সব করছে ধাওয়া পিছু
সমুখ পানে- ধূ-ধূ মরু ছাড়া
দু'চোখে দেখিনা কিছু।
কি এতো ভাবোনা, কার তরে যাতনা
ঝরা ফুল শুধায় আমায়
মেনে নাও আর মানিয়ে নাও
জীবন সায়াহ্ন বেলায়,
কি জানি কাহার প্রেম পিয়াসে
হৃদয়ে বড়ই ক্ষোভ
তাহারই বক্ষে মুখ লুকাতে
কাটেনা কেনো সে লোভ।
নিজের তরে, নিজেরই মনে
জাগে বিরহী ব্যথা
জীবন যেনো, ভিখারীর ঘরের
শত ছেঁড়া ঝুলি কাঁথা।
প্রতিটি রজনী জাগি তারা গুনি
আহত মন ভাবে তবু
যদি প্রিয়তম পথ ভুল করি
মোর দ্বারে আসে কভু !
জীবন আমারে দিয়েছে যাতনা
ধরা শিখিয়েছে সহিতে
আপনজন আমার হৃদয় ভেঙেছে
নদী শিখিয়েছে গড়তে ।
সংকীর্ণ সকলি প্রতি পদে পদে
খুউব করে আমি জানি
ওগো অসীম আকাশ, গভীর সাগর
তব বক্ষে লহ মোরে টানি।