টিক...টিক...টিক...টিক.....
ঘড়ির কাঁটা চলছে তার আপন গতিতে,
টিক....টিক...টিক...টিক.....
ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে চলছে আমার হৃদপিণ্ড, চঞ্চল ধমনী বড় বেশি অশান্ত, সহস্র রক্ত কণিকায় বিধ্বংসী আহ্বান। হ্যাঁ, শরীরও কথা বলে,আর আজ আমি বুঝতে পারছি সেই অব্যক্ত ভাষার মানে।
আমার নিষ্প্রভ দেহ আর অবুঝ মন দুজনে মিলে  বিদ্রোহ ঘোষণা করেছে,
"বাঁচার মত বাঁচতে চাই" আমাদের ন্যায্য প্রাপ্তি চাই"... তাদের এই  উন্মত্ত শ্লোগানে  আমি ভীত বিহ্বল।
তাদের প্রশ্নের কোনো জবাব নেই আজ আমার কাছে।
কত বাহানা কত ছলচাতুরী দিয়ে  
শতাব্দী ভর মিইয়ে রেখেছি আপন স্বত্ত্বাকে,
নিশ্চুপে নির্দিধায় মেনে নিয়েছে সব।
আজ তাদের প্রশ্নের পালা আর আমার জবাবদিহির।
যা কিছু অপ্রকাশ্য যা কিছু কখনও বলতে পারিনি, ডায়েরির পাতায় করেছি বন্দী, একটা পর্যায়ে মানুষ কতটা অসহায়.......
নিজের একান্ত আকাঙ্ক্ষা প্রকাশ করতে মরিয়া হয়ে ওঠে, অথচ সে অন্ততঃ এই কথাটিও বলতে পারেনা...
"তোমাকে ভীষণ ভাবে মিস্ করছি"
হ্যাঁ... তোমাকে ভীষণ ভাবে মিস্ করছি....!!!