হঠাৎ বৃষ্টির মতই আমার রুক্ষ জীবনে তোমার আগমন।
স্বল্পক্ষণের কথার বর্ষণেই ভিজিয়ে দিলে আমার মনের শুষ্ক উঠোন।
অনাদরে নেতিয়ে পড়া অজস্র স্বপ্নের চারাগাছ মাথা তুল্ল হেলে-দুলে সহাস্যে
সদ্যজাত নবজাতকের মত চোখ পিটপিট করে দেখলো আশার প্রথম আলোকরশ্মি।
ভাবনার শুকনো নদীতে উথলে পড়া জলের ঢেউ,
আবেগের খেয়াতরী পাল তোলে দিশাহীন স্রোতে।
তারপর.. ভাসতে... ভাসতে...ভাসতে...ভাসতে.....!!!
অবচেতন মন আপন মনেই বলতে লাগলো ------------
বৃষ্টি  সে কখনোই মন্দ নয়...
তবে অতি বৃষ্টি অনাসৃষ্টি
বন্যারও কারণ হয় ।
এই তো সেদিন, আবছা আঁধার প্রভাতে
তখনও কিছু তারা হয়নি বিলীন, তখনও জাগেনি পাখি,তখনও অলির ঘুম ভাঙেনি,
তোমার কথায় ছিলোনা পাগলামি প্রলাপ
ছিলো আশ্বাসবাণী।
অতঃপর -----
একে একে সব প্রতিশ্রুতির হলো কর্তন
তোমার প্রস্থানে আমার জীবনে নব শূন্যতার প্রত্যাবর্তন।