পরন্ত বেলায়, বসে নিরালায়
ডুবে গেছি একাকি,নিবিড় ভাবনায়।
সেই সে ছেলে বেলা
পুতুল লয়ে খেলা
আলতা, চুড়ি কিনতে,
বায়না ধরতাম, যেতে মেলা।।
বসন্ত পেরিয়ে কিশোরী
কেউ ডাকতো পুতুল, কেউ পরী
মনে হতো আমি প্রজাপতি,
সুতো কাটা রঙিন ঘুড়ি ।।
সব'ই সুন্দর ভালোলাগা আবেশ
পৃথিবী যেন স্বপ্ন স্বর্গ দেশ
হঠাৎ এলো ঝড়ো হাওয়া ভারি বেগ,
নিমিষেই মোর কাটলো স্বপ্ন রেশ।।
আজি এ নিঝুম পরন্ত ক্ষণে
ভাবি একা কত কথা আনমনে
ফেলে আসা সেই কিশোরী লগন-
যদি আর একটিবার ফিরে পেতাম জীবনে !!
লুটে নিতাম প্রকৃতির প্রেম যত
ছুটে বেড়াতাম শালিক পাখির মত,
বুক ভরি নিতাম শিউলি, বেলি'র ঘ্রাণ,
বন্দিনী মন তাই ভেবে আজ হয় আহত