এই যে,  কোথায় যাচ্ছো বুড়ি ?
বুড়ি না গো, আমার নাম তো পরী,,
বাহঃ নাম তো সুন্দর বেশ!
বাবা'য় ডাকে "পরী'মা বলে আদরের নাই শেষ
যাচ্ছো কোথায় তবে ?
বাবার খাবার দিতে হবে,
কি খাবার নাও পরী ?
পান্তাভাত আর সামান্য তরকারি..!
ক'দিন পরেই তো ঈদ, কিনেছো কি নতুন জামা?
গেছে ঈদে দিছিলো তো একটা, মামা !
এই ঈদে কেন আরেকটি জামা নয় ?
বেশি পোশাকে হিসাব দিতে হয় আল্লাহ'রে,মা কয়.
খালি পা কেনো, জুতো বুঝি নাই ?
আছে তো স্যান্ডেল, ছিড়ে যাবে পড়িনা তাই,
আচ্ছা তোমার কি খেতে ইচ্ছে করে..?
গরুর গোশত খাইনা বছর ধরে !
খেতে দেবো, তুমি এসো আমার বাড়ি
না গো, আমার হয়ে যাবে যে দেরি !
আজ তবে যাও এসো কিন্তু আবার !
মাথা কাত করে হাসে, সোনা মুখখানি তার,
এমনি শত পরীর গল্প আশেপাশে আছে কত,
উড়ে ঝরে পরে পথে ঘাটে রোজ -
ছেড়া কাগজের মত..!
সুশীল সমাজের মানুষ মোরা
মানবতার কথা বলি-
চোখের সমুখে এমনি "পরী"দের,
দেখলে এড়িয়ে চলি !