সে যে আমা হতে নিজেরে আড়াল করিয়া
নিজ ফ্রেমে করিয়াছে বন্দী
আমি আপন হৃদয়ে তাহারে স্থাপিয়া
তাহাতেই করিয়াছি সন্ধি।
সে যে ছাড়িয়াছে কলম লিখিবেনা আর
কবিতার খাতা করিয়াছে রুদ্ধ,
আমি তাহার পুরনো কবিতা পড়িয়া
প্রতিটি শব্দের মালা টি গাঁথিয়া
গলেতে করি আবদ্ধ ।
সে যে শুনাবেনা তাহার শ্রুতিধর আওয়াজ
অমিয় হাসির অপূর্ব কারুকাজ
যাহা দিয়াছিলো কাড়িয়াছে সব আজ
তাহার প্রতি মুগ্ধতা হতে আমারে সরাতে
আজিকে তাহার এ নিষ্ঠুর প্রয়াস।
মম হৃদ মাঝে তাহারে ধরিয়া
তাহারেই স্মরিয়া পূজিবো নিত্য পুড়িয়া
অদৃশ্য দাবানলে--
যে মন সহসা হইয়াছে মুগ্ধ, সে মন কে
কভু ফেরাতে পেরেছে কেহ বলো কোন কালে ?