খুব অযতনে কাটে বিভাবরী
খুব ভোরে যবে ভাঙে ঘুম,
পিয়াসী এ মন ভেবে করে রোদন
কেহ দেবেনা এ ললাটে চুম।
কেহ কহিবেনা নেশাতুর স্বরে
যেওনা প্রিয়া রহো বাহুডোরে,
যাকনা প্রহর কেটে এমনি করে
প্রেমময় হোক এ লগন--
এমনি জীবন, নেই কেহ আপন
আমাতে কেহ রয় মগন।
চারিপাশে কেবল মুখরিত প্রাণ
জোড়ায় জোড়ায় প্রেম প্রেম ঘ্রাণ
পাখপাখালি তাদেরও মিতালি
দরশনে শিহরি অনুখন --
কোন সে অভিশাপে আমি কেবল একা
বদলায় না কেন এ হস্ত রেখা
বিধির বিধান এ কেমন..!
বিধি যবে পাঠালে এই ধরা লাগি
নর-নারী বাঁচে করে সুখ দুখ ভাগাভাগি
কোন সে পাপে আমি হতভাগি
শুধাই কাহারে এ বেদন..
কি যে হাহাকার আঁখি হলো ভার
আজি এ প্রভাতে এ ভেবেই মন উচাটন।