আজি হৃদয় কুঞ্জে ভ্রমর গুঞ্জে
গাহে মরমি গান,
কে গো সখা তুমি মোর মনোভূমি
পূর্ণতা করিলে দান
হতচকিত প্রাণপাখি মম ভাবে
এ বুঝি সুখের মরণ
ভিখারিনীরে ধূলা হতে কুড়ায়ে
করিলে যে রাজ বরণ।
সব সকাল'ই হয়না শুভ
সব সকাল'ই বয়ে আনেনা শুভ বার্তা
কে জানে কেমনে কাটিছে এ মনের
সকল জড়তা।
আমার আজ সকালের রঙটা ভিন্ন--
নীল সাদা তে বেশ অনন্য ।
লাগছে ভালো সবকিছুই আজ
বদলে গেছে মনের আন্দাজ
শতাব্দী পর বেশ খোশ-মেজাজ
স্নিগ্ধ  হাওয়া হিম পরশে--
কাড়ছে আমার সবটুকু লাজ ।
ভাবনা জুড়ে এক অবয়ব
দিচ্ছে ঢেলে আনন্দ -উৎসব
বরফ জমা ব্যথাগুলো --
গলছে ক্রমশ হচ্ছে অনুভব ।