ঝলমলে রোদে হাজার রঙের খেলা
চোখ ধাঁধানো, রঙিন আলো
হৃদয়ে দেবে দোলা
ধরতে যেওনা, বনে যাবে তুমি বোকা।


নিমেষেই খাবে ধোঁকা।
সাহারা মরু, ধূ ধূ বালুচর
ক্লান্ত মুসাফির তৃষিত অন্তর,
দূরে বালিয়াড়ি ঝিকিমিকি জল
দৌড়ে গিয়ে দেখবে কেবল
দগ্ধ সেথায় জ্বলছে অনল
ভাঙবে যবে ভুল, বুঝবে তখন -
সবই ছিলো চোখের মিথ্যে স্বপন।


আমিও তেমনি, জেনে রাখো প্রিয়তম
মরুর মরিচিকা,আলোর আলেয়া সম,
আমাকে ছুঁয়ো না, ভালোবেসো না
আমি, বলে কিছু নাইরে
আমি ধোঁয়া, ছায়া, আমি কুয়াশা
চিরোকাল স্পর্শের বাইরে।