ছিলেম প্রস্ফুটিত গোলাপ কুড়ি বাগানে
অনাবিল আনন্দে বিভোর ছিলো মন
একটি পূর্ণ গোলাপ হয়ে ফুটবো ভোরে
বুক ভরা ছিলো অশেষ আয়োজন,
তুমি মুগ্ধ চোখে চাইলে আমার রুপ
আমি সুবাসটুকুও ঢেলে দিলাম তোমার তরে।
আমি চাঁদ ছিলেম রৌশনি ছড়াই আঁধারে
মেঘের সাথে লুকোচুরি খেলি আবেশে
আমায় ঘিরে সহস্র তারকারাজির মেলা
তুমি হাত বাড়ালে আমার পানে হেসে,
আমি প্রদ্বীপ হয়ে জ্বলে জ্বলে তোমার ঘরে
নিঃশেষ হলেম তোমায় ভালোবেসে।
আমি পাথর হলেম শত লাঞ্ছনা ল’য়ে
আবেগগুলো বন্দী হলো নিরবে
মরুর তৃষ্ণা বুকেতে চলছি বয়ে
কাঠখোট্টা হাসিটুকু রাখি অনুভবে
তুমি যতন করে বল্লে.. "ভালোবাসি"
আমি ঝর্ণা হলেম জলকণা রাশি রাশি।
আমি রাধিকা হলেম উন্মাদ বিনোদিনী
দিবা- নিশি সব তোমাতেই বিভোর
তুমি নিঠুর কৃষ্ণ ডেকে যাও বাঁশির সুরে
কাটেনা কিছুতে মোহময় স্বপ্ন ঘোর
আমি ভিখারিনী হলেম সব প্রেম উজাড়ি শূন্য
তবুও সুখ পাই ভেবে তোমাতেই আমি পূর্ণ।