তুমি তাহার তরে স্বচ্ছ প্রেমের প্রদ্বীপ জ্বেলে
যতই  হৃদয় করো উন্মোচন,
সে ভ্রষ্ট প্রেমের হাতছানিতে -
নিঃসন্দেহে উঠবে মেতে,
নির্দিধায় সে করে দেবে-
তোমার প্রেমের নির্বাসন ।
তোমার স্নিগ্ধ মনের আলোক শিখা
যতই ছড়াক দূতি,  ভ্রষ্ট প্রেমের উষ্ণ শ্বাসে-
তাদের যুগল বিষ নিঃশ্বাসে,
দেখবে তুমি অনায়াসে, নিভবে তোমার জ্যোতি ।
চণ্ডিদাস সম প্রেমিক পাবে -
ভাবছো তুমি অভাগী !
যে বার টি বছর অপেক্ষায় কাটালো,
রজকিনীর মুখের শুধু একটি শব্দ শোনার লাগি!
অথবা, মজনু, লাইলী প্রেমে যেমন,
সুধা ভেবে মরন কে করলো যে বরন!
ভুলে যাও সেসব দিনের কথা,
ভুলে যাও প্রেমের গভীরতা,
বদলে গেছে দিন আর বদলে গেছে
প্রেমেরও ধরন !
আজ প্রেম মানেই নগ্নতা, আর নগ্ন মাদকতা ।
তোমার কোমল হৃদের স্বচ্ছ প্রেমের
নেই কোনো আজ মূল্য
ভ্রষ্ট প্রেমের বাজার এটা---
নষ্ট হয়েও তৃপ্ত লুটায় রসিক ভ্রমর তুল্য ।।