ভালো থেকো বন্ধু বিদায় বেলায়,হয়তো হবে না আর দেখা চেনা পথের বাঁকে।


হবে না কথা মুঠোফোনের আলাপে।
টুংটাং শব্দে বাজবে না আর ক্ষুদে বার্তার ধ্বনি।


চেনা সুর,চেনা গানে আর কবিতার চরণ জুড়ে খোঁজা হবে না পরিচিত কন্ঠস্বর।


সময়ে অসময়ে তোমায় মনে করে ও,হয়তো হবে না বলা সে কথা।
হয়তো সত্যি ই আর দেখা হবে না।


ভালো থেকো বন্ধু বিদায় বেলায়।


জমে থাকা স্মৃতির পাতায় জমবে হয়তো ধূলোর পাহাড়,সেই স্মৃতি জীবন্ত হবে না আর মনের পাতায়।


বন্ধু,ভালো থেকো তুমি,আমার বিদায়ের এই ক্ষণে।


মুখোমুখি বসে আর হবে না কথা পরিচিত বন্ধু মহলে।


অপেক্ষায় কাটবে না আর কোন নিদ্রাহীন রজনী।


ভরসার হাত জড়িয়ে আর বলা হবে না,ভয় কিসের আমি আছি তো!


স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই থাকবে,ঘুণপোকার দল হয়তো বাঁধবে বাসা।


ভালো থেকো বন্ধু,বিদায় বেলায়।
বিদায় বন্ধু,চির বিদায়।
বিদায় বেলায় তুমি ভালো থেকো।