আজ কাল খুব করে ভালোবাসতে ইচ্ছে করে।
ইচ্ছে করে আঙুলের ভাজে আঙুল রেখে আবার হাঁটি চেনা পথের বাঁকে।
আজ কাল খুব করে নিজের ভেতর তোমাকে গুছিয়ে রাখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে আটপৌরে শাড়ির ভাঁজের মত আলতো ভাঁজে গায়ে জড়িয়ে রাখি।
আজ কাল খুব হারিয়ে যেতে ইচ্ছে করে অজানা কোন গন্তব্যে।
আজ কাল ইচ্ছে করে আকাশ হতে,বিশালতা বুকে ধারণ করে নিশ্চুপ তোমার অপেক্ষার প্রহর গুনে অনন্তকাল কাটিয়ে দিতে।
তুমি না হয় ভালোবাসার নীল ঘুড়ি হবে নয়তো কখনো হবে শরতের নীল মেঘ।
আজ কাল তোমার ব্যথার তীব্রতার আত্ম চিৎকার হতে ইচ্ছে করে,কখনো বা তোমার দুচোখের বিষাদের অশ্রুধারা।
আজ কাল খুব করে ইচ্ছে করে তোমার ঠোঁটের কোণের হাসির রেখায় নিজেকে খুঁজে পেতে।
খুব ইচ্ছে করে তোমার হৃদয়ের আনন্দের ঝর্ণাধারায় প্রবাহিত হতে।
আজ কাল ইচ্ছে করে ভীষণ রকম ইচ্ছে করে তোমার মাঝে ই নিজেকে খুঁজে নিতে।
আজ কাল খুব করে ভালোবাসতে ইচ্ছে করে।
..............
ইচ্ছে(আত্ম অভিলাষ)
কলমে:সেলিনা আফরোজ অগ্নি
সময়:৯ জুলাই,৩:৩৩মধ্যরাত।