মা তোমার কি মনে আছে,
তোমার আঙুলে আঙুল রেখে স্কুল বাড়ি যাওয়া।


তোমার কোলে মাথা রেখে,ঘুম পাড়ানী গানে  মাতাল হয়ে ঘুম পরীদের ডানায় ভর করে পরীর দেশে যাওয়া।


মা ও মা,মনে পড়ে তোমার মেঘ গুড়গুড় মেঘ গুড়গুড় ডাকে ভিজতে যেতাম শ্যাম কাকাদের উঠোনে,কাক ভেজা আর সর্দী কাঁদে নিয়ে ফিরতাম তোমার কাছে।


মা তোমার মনে আছে,ছেলে বেলায় কতটা ডানপিটে আর দুরন্ত ছিল তোমার মেয়েটি,এ পাড়া ও পাড়া,এই ঝিল সেই ঝিল,এ গাছ সে গাছ করে বেড়া তো সারাক্ষণ।


তোমার কত শত অভিমান,কত অভিযোগ যে  ছিল মা আমার প্রতি মা মনে আছে সেই সব।


নাগো মা তোমার কিছু মনে নাই, তুমি ভুলে গেছো সব,সব কিছু,সব ভুলে চলে গেছো ঐই দূর কোন সীমানায়।


হারিয়ে গেছো আমার দৃষ্টির আড়ালে,ভিজিয়ে চোখের চলে।
তোমার মুখের আদল টাই আজ বড্ড বেশি অস্পষ্ট হয়ে গেছে।


তোমার গায়ের মিষ্টি গন্ধে আজ আর মাতাল হওয়া হয় না,তোমার আঁচলে মুখ লুকিয়ে মন খারাপের কান্নায় তোমাকে পাওয়া হয় না।


মা তুমি শুনছ না,একদম শুনছ না এখন আর শুনতে পাও না তুমি,কি বড্ড অভিমানে আমার দুচোখ ভিজে সে খবর তুমি আর রাখোই না।


প্রচণ্ড মন খারাপের রাতে তোমাকে জড়িয়ে কান্নায় মনকে শীতল করা হয় না।


তুমি খুব পাষাণ,ভীষণ রকম সার্থপর একটু ও না ভেবে কেমন করে চলে গেলে দূর অজানায়।