বাউন্ডেলের জন্য রাত জাগা-১
সেলিনা জাহান


তোর হাড়ির খবর জানি বলেই, বলছি শোন,
ওপাড়ায় আর যাসনে,
নদীর ধারে বসত করা নারীর মতি গতি বোঝা দায়।
চর জাগলে তোরে আশা জাগায়,
উজানের বান এলে উঠে বসে ভিন দেশি বজরায়।
তোর কাদা মন, কাদলে শেষে চোখ মুছাবে কে?
আমি তো তোর চক্ষের বিষ,
শুনেছি কদম ফোটার দিনে নাকি সব ভিজে একাকার হয়,
তাতেও তোর মন ভিজে না,
নদীর পাড়ের কাশফুল হেলে আর দুলে,
তাই দেখে তোর নেশা কাটে না,
আমার উদলা দরজায় চান্দের জোছনা হেটে আসে,
পাশে বসে, গপ সপ করে,
রাইত তিন প্রহরে বিদায় নেয়,
আমার চোখে নিদ্রা নাই,
মনের মানুষ যার মনে আছে শুধুই,
পাশে নাই তার রাইত কেমনে পোহায়,
সেইটা তোর জানা নাই,
তা জানে, বাড়ন্ত চান, অমাবস্যার আন্ধার,
ঝিঝি পোকার বিলাপ, আর বাতাসের আনাগোনা।


বেবাকে জানে আমার মনের খরব,
এক তুই বিহনে........