নক্সী কাঁথার মতো বুনেছি তোর প্রেম,
সুঁইয়ের ভেতর গেঁথেছি তোর দুঃখ,
দিনরাত বসে সেলাই করেছি তোর মুখ,
তোর নাম, তোর ঘাস ফড়িং ইচ্ছে,
তোর বাঁকা ঠোটের চিকন হাসি
নিখুত করে তুলতে গিয়ে
রক্ত ঝরিয়েছি আঙুলের ডগা থেকে,
তবু যদি বলিস আমিই দোষী
জনে জনে নালিশ করিস আমার নামে,
তবে আর কোন সুখে বল
পথ চেয়ে রই তোর আশাতে?
কোন ফুলে আর সাজাই খোপা,
চোখ ভরি বল কোন কাজলে?
যখন তখন রাগের মাথায়
ভাঙিস মন মাটির হাঁড়ি,
আর কত বল মুখ বুজে তোর
এমনতর স্বেচ্ছাচার সইতে পারি!
আমিও তো আগুন থেকে উঠে এলাম,
শরীর জুড়ে ক্ষতের দাগ
তুইও যদি ফের পুড়াতে চাস
আমার নালিশ বলবো কারে?
আমারো তো ইচ্ছে করে
তোর জামার বোতাম লাগিয়ে দিতে,
তোর সিথানে উপুর করে চোখের তারা
প্রিয় মুখে থাকতে চেয়ে, আমারো তো ইচ্ছে করে।
এ তোর কেমন বিচার?
বিলিয়ে বেড়াস সবার কাছে নিজের ছায়া,
আমার জন্য ফেলে রাখিস শুধুই মায়া।