বিকেল থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসে
আলো ছায়া জোছনা খেলা করে
সারাদিনের ক্লান্তিতে নিজেকে জীবন্ত লাশ মনে হয়
আসে নতুন সকাল, এভাবেই ভোর হয়।


আবার ফিরে আসে কর্মমুখর একটা দিন
সেই সূর্যের তেজ আর নোংরা ধুলাবালি
আস্তে আস্তে দুপুর গড়িয়ে বিকেল হয় , সন্ধ্যা নামে
আমি নীড়ে ফিরে আসি একাকী আপন মনে।