অর্ধমৃত এই শহর
এখানে আমিও জন্মেছি বহুবার
জন্ম এবং ঈশ্বর এই দু'য়ের চুমুর দীর্ঘতা বেড়ে যায়,
রাত্রিযাবন এবং বহুবিধ ব্যবধানে উড়তে থাকে বিশ্বাস
সংগমের উতকট গন্ধ নিয়ে ভোর জাগে
জন্মায় জীবন মৃত অর্ধমৃত
শুন্যতাপূরণে ভগবান শুধু, পায়ে পায়ে প্রেম
বিবস্ত্র বিষন্নতা আর অপ্রত্যাশিত প্রাপ্তির পুর্নতার সমীকরন
সাধ আর ঘৃনা নগ্ন হয়ে ওঠার শীৎকার
কামনা,সিদুরে যোনীর ফ্যাকাশে হয়ে ওঠার মুদ্রন পুন:মুদ্রন চলতে থাকে
যার ব্যাকারণ জুড়ে অসম্পুর্ন মানুষ বিকারগ্রস্ত,হিংসুক,দ্বি-চারি মন আর
অন্ধ সত্ত্বার স্বাক্ষর
অক্ষর বৃত্তে পাপাত্বার সত্যাশ্রয়ীর প্রলেপে শ্রষ্ঠা আস্থার বিজ্ঞাপনে


ঈশ্বর শ্বাশত এ আস্থার পুর্বশর্ত অন্ধ-বিশ্বাস
শহরের ক্রোড়পত্রে -কোন ঠাঁই নেই।যদিও তার পথে পথে লিফলেটে যুক্তি-প্রযুক্তি অবারিত চর্চার আহবান


এখানে বসবাসে মানুষ প্রেম অ-শ্রদ্ধায় যিশু
সব সবই মৃতাবৃত
অদ্ভুত স্বার্থাচারনে এমনকি যে রাতগুলো শুধু স্তোত্র আয়াত বা শ্লোক পাঠের
ঠিক সেখানেই ভেসে ওঠে অর্ধমৃত-মৃতের ছায়া আর বাল্মিকীর গল্পে হারিয়ে যায় স্নিগ্ধতা মানে আমার রাত্রির ঠিকানা
   স্বপ্ন

চাওয়াটা কি এরকমই ছিল
নাকি ভুগৌলিক পৃষ্টার ক্ষতজুড়ে যৌনতা
আর মৃত-অর্ধমৃত
জন্মে ওঠার অবাধ অঙ্গীকার


আমি প্রেমে জন্মে উঠি জীবিত
    অ-প্রেম আর অর্ধমৃতের সংগাহীন যৌনাচারে
মৃতের ছায়া ঠিকানায়।


এই প্রকৃত সত্য শহরে হেটে যায় জীবনের ছায়া.জোটবদ্ধ মিথ্যুক - প্রেতাত্মা
ডেলফির মন্দিরের পন্ডিত
মৃত-অর্ধমৃত জ্ঞানপাপী