কতটা উজানে গেলে বলো স্বচ্ছ জল পাই
কি নিরিখে বলো উদারতা মাপা হয়


নদীর কিনার ছেয়ে আছে পলির আস্তর
জানিনা কে করেছে ঘোলা এ জল বিস্তর


আমি রাত মাপি মলিন দির্ঘশ্বাসে
নদী চলে অবলীলায় উজান সোতে


কাকে বলি সতী
রীতি যার রতি


কি আজব জল ঝরা রীতি
চাদের মাঠে জোছনা প্রীতি


বুকের ঢোলে ধড়ফড় বাজনা
নির্বাকে শুনি নক্ষত্র ঝরার গল্প
মলিন তারার উঠোনে বাসনা
জীবন কাহিনী ঝরে মৃত রুপকল্প