কবি হাসান ইমতিকে বলছি.এটি খুব অন্যায় করছেন, কোন মতেই ঠিক নয়।
আপনি আপনার স্ব-ধারায় আসরে ফিরে আসুন।আমরা সাধারণ পাঠক আপনাকে পেতে চাই নিয়মিত।

ছোট কথা:-

এ্যাডমিন মহোদয়ের তথ্য মতে বার শত যদি আমার ভুল না হয় প্রতিষ্টিত কবি আছেন এ সাইডটিতে।সাড়ে সাতহাজার এ্যাকাউন্ট আছে।

কবি আপনার নাম না দেখে শুধু লেখা দেখে কি আপনাকে চেনা যায়?
এ আসরে অনেক কে কিন্তু খুব সহজেই চিনে নেওয়া যায়।
নাম বলবো নাকি কিছু?
কি আত্মবিশ্বাস আছে আপনার ? আপনার নামটি আসবে তো এখানে?

স্বকীয় ধারা তৈরীর পেছনে ছুটুন তো কবি।
তেলের পেছনে হাটা বন্ধ করে।সময় আপনাকে চিনে বিচার করে আসন দেবে।তোষনে কবি আসন পাওয়া দুষ্কর।

আসরে সুস্থ কাব্য ধারার চর্চা হোক এ প্রত্যাশায়।