বলতে দ্বিধা নেই-বাংলা কবিতা ডট কম প্রিয় একটি প্লাট ফর্ম।দির্ঘ দিন এ আসরে চলাফেরার সুবাদে এই আসর সম্পর্কে আমার অভিজ্ঞতা বেশ বড়।

এ আসরে হাটতে গিয়ে যেমন দেখেছি আসরে কবিদের আন্তরিকতা সহযোগীতা তেমনি অসদাচরণ,হিংসা,ব্যাঙ্গাত্মক,উস্কানী, দ্বিচারিনী মনোভাব।বলা বাহুল্য এ আসরের কতিপয় নামকা ওয়াস্তে হামবড়া মনোভাবের সিনিয়র কবি যারা এই ন-র্থক মনোভাবের ধারক,ও চর্চাকারী।আমার ও আসরের অধিকাংশের শ্রদ্ধার বাইরে এই কবিগন।যাদের শৃজনশীলতা নেই।অন্য কারো সৃজনশীলতা ও সহ্য করতে পারেন না
হু.আযাদ স্যারের রেফারেন্সে এক কবি চমৎকার একটি কথা বললেন-যে দেশে সত্যি কথা বলাকে সৎ সাহস বলা হয় সে দেশ অধপতনের শেষে পৌছেছে-বক্তব্যটি এ রকম।

প্রশ্ন- যে কবিতার আসরে শুধু বানান ভুল নিয়ে মাতামাতি করা হয়- সে আসরের  কোথায় অবস্হান?

আসরে বানান শেখা একটা বিষয় আর কবিতার ছন্দ মাত্রা,স্বর,সুর,রুপক,উপমা,শব্দ,বাক্য,অন্তরা, ব্যঞ্জনা-প্রকাশ শৈলী,বিষয় এ ছাড়াও আরো গুরুত্ব পূর্ণ বিষয় আছে যা নিয়ে কথা বলা বানান ভুলের চেয়েও জরুরী।এ আসরের এক কবি যিনি একটি ধারার প্রবর্তক -হাসান ইমতি এক সময় এক পাঠিকার মন্তব্যের জন্য ইচ্ছাকৃত বানান ভুল করতেন।

আসরের আসুক বাসরের আমেজ ।

ধন্যবাদ।