ভাইল ফার্মিয়ন ভরহীন কণার যুগেও
তুমি আজো ভাবো কৃতদাসী সেবী
প্রভুত্বের মালা পরেই চেখে দেখ রাত
কতটা নির্যাস ঝরায় কোষের গহীনে।

বারবার অবরোধে আমার সত্বা-
তোমার দ্বৈত মনে ,কাঁঠালীচাপার বনে
নিষিক্ত কামনার অংকুর।
পরমূহুর্তেই প্রচন্ড উত্তাপে পুড়ে দাও
শাখায় ধরা পাতা- কুঁড়ি।

প্রেমী তুমি?উপত্যকার প্রান্তরে পাথরের
কষ্টের প্রোটন যখন ঝরে পড়ে
তুমি অবলীলায় পথ খোঁজ প্রজাপতি সাঁতারে
জলের অবগাহনে খুঁজে ফেরো বৈষয়িক শিল্পকলা,
আদিম গুহাচিত্রের ক্যানভাসে।

জীবন খোঁজ ঠোঁটে প্রলেপের দীর্ঘতায়
দারুচিনির অলীক মায়ায়।
তুমি বোঝ?কেমন ঈশ্বর?
রাত খোঁজে দুচোখে তোমার
মানবী নয়-কামিনী রম্ভার।


৮ অগাঃ ২০১৫