আকাশ হাতড়ে চাদের তলদেশে খোঁজ
তার সন্ধির সীমানায় চন্দ্রবিন্দুর ঠাঁই
চন্দ্রের বিন্দু রক্ত চোখে খুবলে খায়
ফ্রয়েডিও তত্বের পান্ডুলিপি
উপত্যকার লাভা আকাশ ছোঁবে বলে
ক্ষিপ্ত হয়ে হিমালয়ের চূড়ায় আস্ফালনে

নাগরিক শহরের যত্রতত্র জমা হয়
পেঁজা বরফ....

এ দেশে বরফ নিস্কাসনের কর্মী
নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি আজো.....

নয়-ছয়ে জোড় বাঁধে - তেতাসে জুয়াড়ির তুরুপের তাস উড়ে ঘুড়ির লেজে বাধা সুতোলী
বেজে যায় বাজির রোজ নামচা..হার হাতে

হুঁতুমের ভূতুড়ি ডাকে জাগে নিঝুম রাত