এক-

ঠোঁটে উষ্ণতার গাঁথা হয়,
দীর্ঘ কথা।

কথারা স্বপ্ন হয়
জীবনের।

দুই-

সমুদ্রের ঢেউ রঙধরে
ফুল হয়।

ফসফরাসের নোনা আলো
বিষ হয়।

তিন-

রুপকথা জীবন গড়েনা
মায়া গড়ে।

জীবন রুপকথা অলীক
যাযাবর।

চার-

জলের গান ঝরে সৈকতে
শৈশবের।

বালির জীবনে সুর গুলি
ক্রন্দন।

পাঁচ-

বাতাসের স্নিগ্ধতায় মন
উঁড়ু হয়।

উঁড়ু মনে ঘরবসতিরা
বাউন্ডুলে।