বৈচি ফুলের অলস আঁচলে
অঝোর বৃষ্টির ভেজা সুর-
আলো- আঁধারী সন্ধ্যের অভিমানে।

ঠোঁটে ঠোট শব্দের মিছিলে
বুনো হয় অরণ্য- গাংচিল,উড়োহাস,
উড়াল পাখার শব্দে বয় রক্তজবার ইতিবৃত্ত।

আরো একটু দীঘল-গাঢ় হলে রাত
নদীর মানচিত্রে আঁকা হয়
শতেক ফসিলের ইতিহাস
আর কফোটা জল ঝরার গল্পে
বাঁধভাঙ্গা স্রোতের স্বরলিপি সুর।

রুপান্তরীত নদী হয় পাহাড় গলার গানে।
বাবুই বাসার শিল্পে খোঁজ পড়ে
প্রবাল দ্বীপের  গল্প।

হলুদ ঝিঙে ফুলে সেজেছে মাচার বাসর।