পশারিনির কাছে নিতে হলো
প্রথম আত্মশুদ্ধির পাঠ,
সমাজ,মুল্যবোধ,নৈতিক শুদ্ধতার

বেশ-
তবে এবার তৈল-পেট্রোল দিলাম জলে
দেখনা চেয়ে কতটা আগুন জ্বলে

সকালের মুখে তুই অনাহুত ছিটাস ছাই
নির্লিপ্তে সূর্যালোক হেসে ওঠে
বাতাসে উড়ে সে ছাই মাখে তোর ঠাঁটে

মলিন রেখার টান হয়না গাঢ়
বৃত্ত পারেনা বাঁধতে পাহাড় ভাঙার সুর
ডাক পাঠানোয় মিছিল আসে স্লোগানে
শহর গ্রাম প্রান্তরে প্রান্তরে
আলোর মিছিল - বোধ,মানবিকতার ঢেউয়ে
ভেঙ্গে চুরমার সয়লাব হবে
ঘসেটি বেগম -মিরজাফরের বাসরের সাথে
অপলাপ- অমানবিকতা
শুদ্ধ হবে সমাজ  ভেঙে দিয়ে
সংসারের অন্তরালে গড়ে ওঠা
সোনাতলা-মাড়োয়ারী মন্দির

বেচে থাক প্রজন্ম শুদ্ধ আলোর মঠে
আমরাও মানুষ ছিলাম
সে ছবি আঁকে যেন তাদের চিত্রপটে