আমার সম্বলটুকু আক্লেশে
মৌলিক ব্যবচ্ছেদ ঘটে
রটে যায় পাড়ায় পাড়ায়
স্বমেহনের গল্প।

তোমার রাত্রি শয়নের চিত্র আঁকি অপটু  হাতে
বাঁশপাতার উপর-মাঝে দুটো ছিদ্রে
পাহাড় গড়ার গল্প
কলম্বাস জানতো না লবঙ্গ দানার
সঙ্গম প্রথা
দারুচিনি দ্বিপের কুয়োজলের ঘনত্ব।

আজকাল বড্ড চাহিদা বেড়েছে বুভূক্ষ আঙ্গুলের
না জানি কবে প্রসব বেদনার গল্প
রটে ওপাড়ায়
তবু মন্দ নয়- কি বলো?

আচ্ছা এই ঝাঁঝালো গন্ধটার রাসায়নিক নামটা কি?