যারা কবিতা লেখেন তারা কবিতা প্রেমিক প্রথম শ্রেনীর- আর যারা ভালবেসে কবিতা পড়েন তারা কবিতার দ্বিতীয় শ্রেনীর প্রেমিক।আমি দ্বিতীয় দলের স্বীকার করি আত্মিক ভাবে সততার সাথে।
তবে পার্থক্য আছে পাঠকে পাঠকে। আমি কিপ্টে পাঠক।দির্ঘদিন কবিতা পড়ার সুবাদে কবির লেখার টানেই মোটামুটি বুঝতে পারি কেমন লিখতে পারেন।তারপর ও বলি আমি পাঠকের রুচি যারা সময়কে ধারন করে লেখেন তাদের প্রতি বেশি।সেই
সুত্রে আসরের অনেক পুরনো যারা ভালো লিখতেন কিন্তু এখন লেখেন না তাদের খুজে বের করে পড়েছি ও লেখার ধরণ জানি।

সুসংবাদটা হলো আজ আসরে তাদের অনেক. কে মন্তব্যে ফিরে আসতে দেখা গেছে।এবং অনেকে পোষ্ট দিয়েছেন।
আশা করছি আরো অনেকে ফিরে আসবেন ও নিয়মিত লিখবেন

পুরাতন ভাল কবিতা লেখিয়েদের ফেরানোর নৈপথ্যে যে বা যাদের প্রেরণা কাজ করছে-
শ্রদ্ধা ।
আর কবিদের প্রতি শুভেচ্ছা।

পাঠের জন্য সবাইকে ধন্যবাদ।

আসরে আসুক বাসরের আমেজ।